মেলাঘর (ত্রিপুরা), ১৭ জুলাই (হি.স.) : সিপাহীজলা জেলার মেলাঘরে দুর্ঘটনায় ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এর এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম মিঠুন দাস। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের জীপসি কনভয় ডিউটিতে নিয়োজিত ছিলেন মিঠুন দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যাত্রাপুর যাচ্ছিলেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যাত্রাপুরের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই বিপরীত দিক থেকে একটি প্রাইভেট গাড়ি বিশ্রামগঞ্জ যাচ্ছিল। রাস্তায় একটি বাঁকের মধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। অন্য গাড়িটি একজন পুলিশ কনস্টেবলের, যিনি কিছু ব্যক্তিগত কাজে বিশ্রামগঞ্জ যাচ্ছিলেন। দুর্ঘটনায় আরও কয়েকজন টিএসআর জওয়ান অল্প আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি আটক করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্র আরও জানিয়েছে, আহত টিএসআর জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যাদের হালকা আঘাত লেগেছিল তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das