আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : বৃহস্পতিবার থানা পর্যায়ের এক গুরুত্বপূর্ণ রদবদলের মাধ্যমে ত্রিপুরা সরকার ৫৪ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে। বদলির তালিকায় আগরতলার চারটি প্রধান থানার অফিসার-ইন-চার্জ (ওসি) - পশ্চিম আগরতলা, পূর্ব আগরতলা, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এবং আমতলি থানা অন্তর্ভুক্ত রয়েছে।
পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাসকে আমতলি থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। পূর্ব আগরতলা থানার ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি, যিনি তাঁর পেশাদার দক্ষতার জন্য পরিচিত, তিনি পরিতোষ দাশের স্থলাভিষিক্ত হবেন। যাত্রাপুর থানার ওসি ইন্সপেক্টর সুব্রত দেবনাথকে পূর্ব আগরতলা থানায় বদলি করা হয়েছে।
আমতলি থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকারী ইন্সপেক্টর হিমাদ্রি সরকারকে সিধাই থানায় বদলি করা হয়েছে এবং নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি প্রাণজিত মালাকারকে এনসিসি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলির তালিকায় বেশ কয়েকজন মহিলা পুলিশ অফিসার এবং অন্যান্য পুলিশ অফিসারও আছেন, যাঁরা দীর্ঘদিন ধরে একই জায়গায় ওসির দায়িত্বে ছিলেন।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das