দেশজুড়ে দেশপ্রেম ও সৃজনশীলতার ডাক, অনলাইন প্রতিযোগিতার আয়োজন প্রতিরক্ষা মন্ত্রকের
শিলচর (অসম), ১৭ জুলাই (হি.স.) : দেশ স্বাধীনতার ৭৮-তম বর্ষে পা রাখতে চলেছে। সেই আনন্দ ও গর্বকে আরও গভীর করে তুলতে প্রতিরক্ষা মন্ত্রক, মাইগভ এবং অল ইন্ডিয়া রেডিও এক সঙ্গে হাত মিলিয়ে নিয়ে এসেছে অভিনব এক উদ্যোগ। স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষ্যে তারা আয়ো
দেশজুড়ে দেশপ্রেম ও সৃজনশীলতার ডাক, অনলাইন প্রতিযোগিতার আয়োজন প্রতিরক্ষা মন্ত্রকের


শিলচর (অসম), ১৭ জুলাই (হি.স.) : দেশ স্বাধীনতার ৭৮-তম বর্ষে পা রাখতে চলেছে। সেই আনন্দ ও গর্বকে আরও গভীর করে তুলতে প্রতিরক্ষা মন্ত্রক, মাইগভ এবং অল ইন্ডিয়া রেডিও এক সঙ্গে হাত মিলিয়ে নিয়ে এসেছে অভিনব এক উদ্যোগ। স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষ্যে তারা আয়োজন করেছে নানা রকমের অনলাইন প্রতিযোগিতা। এর মধ্যে রয়েছে প্রবন্ধ, চিত্রাঙ্কন এবং রিল। এই প্রতিযোগিতাগুলি শুধু সৃজনশীলতাকে প্রকাশের মঞ্চ নয়, বরং দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধকেও নতুনভাবে মনে করিয়ে দেবে।

শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানানো হয়েছে, মাইগভ পোর্টালে শুরু হওয়া এই প্রতিযোগিতাগুলি ইতিমধ্যেই সাড়া ফেলেছে নানা মহলে। প্রথমে আছে একটি প্রবন্ধ প্রতিযোগিতা, যার বিষয়বস্তু “অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি পুনঃসংজ্ঞায়ন”। সমসাময়িক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যাঁরা ভাবেন ও লেখেন, তাঁদের কাছে এটি দারুণ এক সুযোগ। পাশাপাশি শিল্পীদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, থিম “নতুন ভারত — ক্ষমতায়ন ভারত”। স্বাধীনতার পর থেকে ভারত কীভাবে এগিয়েছে, কীভাবে আত্মবিশ্বাসী ও শক্তিশালী হয়ে উঠেছে সেই কাহিনি রঙ ও তুলিতে ফুটিয়ে তোলার আহ্বান জানানো হয়েছে এখানে।

রয়েছে রিল প্রতিযোগিতা, যার শিরোনাম “ভারতের স্বাধীনতার স্মৃতিবিজড়িত সৌধগুলোর পথে হাঁটা”। ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেশের নানা প্রান্তের সেইসব সৌধ ও স্মৃতিবিজড়িত স্থানগুলিকে তুলে ধরার সুযোগ, যেখানে রয়েছে ভারতের লড়াইয়ের পদচিহ্ন। ইতিহাস ও প্রযুক্তির মেলবন্ধনে এই প্রতিযোগিতা নিঃসন্দেহে আকর্ষণীয়।

এই তিনটি প্রতিযোগিতার মধ্যে থেকে শীর্ষ ৩০ জন বিজয়ীকে প্রতিরক্ষা মন্ত্রক নিজস্ব উদ্যোগে ই-আমন্ত্রণপত্র পাঠিয়ে ডেকে নেবে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে। দেশের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার সুযোগ জীবনের এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে নিঃসন্দেহে।

অসম সরকারের নারী ও শিশু উন্নয়ন বিভাগের অধিকর্তা এবং পোষণ অভিযানের রাজ্য প্রকল্প অধিকর্তার তরফ থেকেও সমস্ত কর্মচারী ও সাধারণ মানুষকে এই উদ্যোগে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এতে অংশগ্রহণ করতে মাইগভ পোর্টালে https://www.mygov.in/campaigns/independence-day/ এই লিংকে গিয়ে ‘Independence Day 2025’ ক্যাম্পেইন অংশে ক্লিক করলেই পাওয়া যাবে বিস্তারিত নির্দেশিকা। প্রবন্ধ লিখে, ছবি এঁকে, কিংবা রিল বানিয়ে — আপনার সৃজনশীলতাকে দেশের মঞ্চে পৌঁছে দেওয়াৰ আবেদন জানিয়েছে শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক দফতর।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande