কলকাতা, ১৭ জুলাই (হি.স.): বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে কড়েয়া থানার পুলিশ অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে। কড়েয়া থানার অন্তর্গত ৩বি, চামরু খানসামা লেনের চতুর্থ তলা থেকে পুলিশ ধৃতদের গ্রেফতার করেছে। সেখানে তল্লাশির পরে ৬টি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন, ২টি রাউটার এবং একাধিক নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগে ধৃত ১০ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার ভোরে কড়েয়া থানার ৩বি, চামরু খানসামা লেনের একটি আবাসনের চার তলার একটি ফ্ল্যাটে স্থানীয় পুলিশের সহায়তায় গোয়েন্দা বিভাগের অফিসারেরা অভিযান চালান। সেখান থেকেই তাঁরা ওই ১০ জনকে পাকড়াও করেন। পুলিশ সূত্রের খবর, তল্লাশিতে ৬টি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন, ২টি রাউটার এবং একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের লালবাজার সেন্ট্রাল লকআপে রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ