কলকাতা, ১৭ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার একদিনের সফরে রাজ্যে আসছেন। দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে যাবেন। সেখানে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এরপর দুর্গাপুরে বিজেপির একটি জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে দুর্গাপুরে চরম ব্য়স্ততা দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের মধ্য়ে। নিরাপত্তা সুনিশ্চিত করতে স্নিফার ডগ নিয়ে মঞ্চস্থল পরীক্ষা, চলল বোম স্কোয়াড নিয়ে তল্লাশিও। দুর্গাপুরে পরিবর্তন সংকল্প সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। দুপুর ১টায় দুর্গাপুর নেহরু স্টেডিয়ামে রয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচি।
পশ্চিমবঙ্গে আসার আগে বিহারেও যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিহারের মোতিহারিতে ৭,২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। তিনি একটি জনসভায়ও ভাষণ দেবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ