বিকানি , ১৬ জুলাই (হি.স.): রাজস্থানের বিকানির খাজুওয়ালায় এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবক তাকে ধর্ষণ করে এবং তার একটি অশ্লীল ভিডিও তৈরি করে। ইতিমধ্যেই পুলিশ মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , মঙ্গলবার রাতে পকসো আইনে ওই যুবকের বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার বাবা রাহুল নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক