পাটনা, ১৬ জুলাই ( হি.স.): একমাস পর আবারও বিহারে সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু, যার ফলে সমগ্র রাজ্যে আবহাওয়া বেশ স্থিতিশীল। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) এবং পাটনা আবহাওয়া কেন্দ্র ১৬ জুলাই দক্ষিণ ও পূর্ব বিহারে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্কতা জারি করেছে।
আইএমডি অনুসারে, সম্প্রতি দক্ষিণ বিহারে একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে।এরফলে, কৈমুর এবং রোহতাসে অতিভারী বৃষ্টিপাত (১১৫.৬-২০৪.৪ মিমি) এবং বক্সার, ঔরঙ্গাবাদ, আরওয়াল, জেহানাবাদ, নালন্দা, শেখপুরা, লক্ষীসরাই, জামুই এবং বাঁকারসহ বেশকিছু জায়গায় ভারী বৃষ্টিপাত (৬৪.৫-১১৫.৫ মিমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই বিহারের ২২টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।রাজ্যের ২২টি জেলায় মাঝারি থেকে ভাগলপুর, মুঙ্গের, বেগুসরাই, খাগারিয়া, সহরসা, মাধেপুরা, দারভাঙ্গা, সরণ, সমস্তিপুর, বৈশালী, রোহতাস, আওরঙ্গবাদ, আরওয়াল, জেহানাবাদ, গয়া, নালন্দা, নওয়াদা, শেখপুরা, লক্ষীসরাই, জামুই, বাঁকা এবং পাটনায় ভারী বৃষ্টিপাত (১৫.৬-৬৪.৪ মিমি) জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই উল্লিখিত জেলাগুলিতে ৩৫-৪০ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে। গ্রামবাসী এবং কৃষকদের খোলা মাঠে এবং গাছের নীচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত ৪৮ ঘন্টায় বজ্রপাতের কারণে ৮ জনেরও বেশি মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে পাটনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এদিন বুধবার ও বৃহস্পতিবার পাটনায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক