কলকাতা, ১৬ জুলাই (হি.স.): দিল্লি থেকে ‘মোর দ্যান ইমার্জেন্সি’র পরিস্থিতি তৈরি করা হয়েছে—ধর্মতলার মঞ্চ থেকে এ ভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার এক বছর আগে তিনি জানালেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লি লুকিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, সন্দেহভাজন কাউকে এক মাস জেলে রেখে দেওয়া যেতে পারে। মুখ্যমন্ত্রীর সওয়াল, বিনা বিচারে কাউকে এ ভাবে জেলে রেখে দেওয়া যায় কি? মমতা বলেন, ‘হোয়াট ইজ় দিস? এ তো মোর দ্যান ইমার্জেন্সি।’
মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের মঞ্চে বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘যে বাংলা স্বাধীনতার জন্ম দেয়, যে বাংলা নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দেয়, আজ সেই বাঙালির উপর অত্যাচার? এনআরসির নামে তাঁদের বাদ দেওয়া?
মমতা বলেন, ভোটের এক বছর আগে বিজ্ঞপ্তি দিয়ে বলছে, যাঁকে সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে, জেলে এক মাস রেখে দিতে পারো। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই নোটিস পাঠিয়েছে। এরা ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার ইমার্জেন্সি ডে পালন করে। যা হচ্ছে, এটা তো মোর দ্যান ইমার্জেন্সি। বেআইনি আটক।’
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত