বার্বাডোস, ১০ জুন (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিকোলাস পুরান সকল ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন।
পুরান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন,অনেক চিন্তাভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জাতীয় দলে অবদানের জন্য পুরানকে ধন্যবাদ জানিয়েছে। নিকোলাস আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা নেতৃত্বকে জানিয়েছেন, যার ফলে তার কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।
পুরান আন্তর্জাতিক স্তরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যাচ খেলেছেন। তিনি খেলেছেন ১০৬টি ম্যাচ, করেছেন ২২৭৫ রান। আর ওয়ানডেতে তিনি ৬১টি ম্যাচ খেলে ১৯৮৩ রান করেছেন। তিনি টেস্ট ম্যাচ খেলেননি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি