ডিব্ৰুগড়ে ‘সেন্ট্রালাইজড কমিউনিটি কিচেন’ এবং 'হরেকৃষ্ণ সাংস্কৃতিক কেন্দ্ৰ'-এর শিলান্যাস মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব ও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দের
কোনও রাঁধুনির চাকরি যাবে না, মাসোহারা পাবেন পূর্ববৎ কেবল পরিচিত হবেন ‘পরিবেশক’ নামে : মুখ্যমন্ত্রী ডিব্ৰুগড় (অসম), ১৫ জুন (হি.স.) : ডিব্ৰুগড়ের দিহিং খামটিঘাটে ‘মিড ডে মিল’ প্রকল্পের অধীন প্রস্তাবিত ‘সেন্ট্রাল কমিউনিটি কিচেন’ এবং ''হরেকৃষ্ণ সাংস্কৃ
সেন্ট্রালাইজড কমিউনিটি কিচেন এবং হরেকৃষ্ণ সাংস্কৃতিক কেন্দ্ৰ-এর শিলান্যাস মুখ্যমন্ত্ৰী এবং কেন্দ্রীয় মন্ত্রীর


প্রকাশ্য জনসভায় উপস্থিত জনতা


কোনও রাঁধুনির চাকরি যাবে না, মাসোহারা পাবেন পূর্ববৎ কেবল পরিচিত হবেন ‘পরিবেশক’ নামে : মুখ্যমন্ত্রী

ডিব্ৰুগড় (অসম), ১৫ জুন (হি.স.) : ডিব্ৰুগড়ের দিহিং খামটিঘাটে ‘মিড ডে মিল’ প্রকল্পের অধীন প্রস্তাবিত ‘সেন্ট্রাল কমিউনিটি কিচেন’ এবং 'হরেকৃষ্ণ সাংস্কৃতিক কেন্দ্ৰ'-এর ভূমিপূজন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

এ উপলক্ষ্যে আয়োজিত প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা এবং বন্দর, জাহাজ ও জলপথ দফতরের মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। প্রাকাশ্য সভায় ছিলেন অসমের পরিষদীয় মন্ত্ৰী বিমল বরা, যোগেন মোহন, প্ৰশান্ত ফুকন, পীযূষ হাজরিকা, বিধায়কগণ যথাক্রমে চক্ৰধর গগৈ, তরঙ্গ গগৈ, বিনোদ হাজরিকা প্রমুখ বহুজন।

প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, অক্ষয় পাত্ৰ ফাউন্ডশন কর্তৃক পরিচালিত প্ৰস্তাবিত ‘সেন্ট্রালাইজড কমিউনিটি কিচেন’ ডিব্ৰুগড় জেলার অন্তর্গত প্ৰাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্ৰীকে উন্নত এবং পুষ্টিকর মধ্যাহ্ন ভোজন প্রদান করতে সক্ষম হবে। গুয়াহাটি, কামরূপ, যোরহাট, নলবাড়ি সহ কয়েকটি জেলায় ইতিমধ্যে এ ধরনের ‘সেন্ট্রাল কমিউনিটি কিচেন’ তৈরি করা হয়েছে। আজ ডিব্ৰুগড়ের দিহিং খামটিঘাটে প্রস্তাবিত ‘সেন্ট্রাল কমিউনিটি কিচেন’-এর শিলান্যাস ও ভূমিপূজন করা হয়েছে। আগামীকাল লখিমপুরে আরও একটি ‘সেন্ট্রাল কমিউনিটি কিচেন’-এর শিলান্যাস করা হবে, বলেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, ১১ বিঘা জমিত ২৫ কোটি টাকা খরচ করে সরকার ‘সেন্ট্রাল কমিউনিটি কিচেন’ তৈরি করে ইসকন হরেকৃষ্ণ ফাউন্ডশনের হাতে তুলে দেওয়া হবে। এই কেন্দ্রীয় সামূহিক রান্নাঘর থেকে পরবৰ্তীতে জেলার কয়েকটি বিধানসভা এলাকার সব প্ৰাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীদের কাছে মধ্যাহ্ন ভোজন সরবরাহ করা হবে।

আজ মুখ্যমন্ত্ৰী বলেন, এই প্ৰকল্প কাৰ্যকর হলেও কোনও বিদ্যালয়ের রাঁধুনির চাকরি চলে যাবে না। আগে যে মাসোহারা পেতেন তা-ই পাবেন। এখন শুধু ‘রাঁধুনি’র পরিবর্তে তাঁরা পরিচিত হবেন ‘পরিবেশক’ নামে।

তিনি জানান, ১১ বিঘা জমিত ২৫ কোটি টাকা খরচ করে সরকার ‘সেন্ট্রাল কমিউনিটি কিচেন’ তৈরি করে ইসকন হরেকৃষ্ণ ফাউন্ডশনের হাতে তুলে দেওয়া হবে। এই কেন্দ্রীয় সামূহিক রান্নাঘর থেকে পরবৰ্তীতে জেলার কয়েকটি বিধানসভা এলাকার সব প্ৰাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীদের কাছে মধ্যাহ্ন ভোজন সরবরাহ করা হবে।

আজ মুখ্যমন্ত্ৰী বলেন, এই প্ৰকল্প কাৰ্যকর হলেও কোনও বিদ্যালয়ের রাঁধুনির চাকরি চলে যাবে না। আগে যে মাসোহারা পেতেন তা-ই পাবেন। এখন শুধু ‘রাঁধুনি’র পরিবর্তে তাঁরা পরিচিত হবেন ‘পরিবেশক’ নামে।তিনি জানান, ১১ বিঘা জমিত ২৫ কোটি টাকা খরচ করে সরকার ‘সেন্ট্রাল কমিউনিটি কিচেন’ মধ্যাহ্ন ভোজন ‘সেন্ট্রাল কমিউনিটি কিচেন’ তৈরি করে ইসকন হরেকৃষ্ণ ফাউন্ডশনের হাতে তুলে দেওয়া হবে। এই কেন্দ্রীয় সামূহিক রান্নাঘর থেকে পরবৰ্তীতে জেলার কয়েকটি বিধানসভা এলাকার সব প্ৰাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰীদের কাছে সরবরাহ করা হবে মধ্যাহ্ন ভোজন।

আজ মুখ্যমন্ত্ৰী বলেন, এই প্ৰকল্প কাৰ্যকর হলেও কোনও বিদ্যালয়ের রাঁধুনির চাকরি চলে যাবে না। আগে যে মাসোহারা পেতেন তা-ই পাবেন। এখন শুধু ‘রাঁধুনি’র পরিবর্তে তাঁরা পরিচিত হবেন ‘পরিবেশক’ নামে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande