কলকাতা, ১০ জুলাই (হি.স.): বাড়ি ফিরতে না চাওয়ায় শিয়ালদা স্টেশনের প্লাটফর্মে রাত কাটানো চার কিশোরীকে বৃহস্পতিবার চাইল্ড লাইনের হেফাজতে দেওয়া হয়।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকের কাছে সোনা ও রুপোর কিছু গয়না ছিল। এক কিশোরীর কাছে ছিল প্রায় হাজার কুড়ি টাকা। অনুমান, এইগুলোকে সম্বল করেই ঘর ছাড়ে তারা। এই চার জনের মধ্যে তিন জন মুর্শিদাবাদের, এক জন দঃ ২৪ পরগনার।
আরপিএফ সূত্রে খবর, কিশোরীদের দাবি, বাবা-মা তাদের ভালোবাসে না। বরং মারধর করেন। সেই অভিমানেই নাকি ঘর ছেড়েছে তারা। কোথায় যাবে তা বুঝে উঠতে পারছিল না। ফলে রাত কাটাচ্ছিল শিয়ালদহ স্টেশনে। সেখানেই চোখে পড়ে যায় আরপিএফের।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত