তৃতীয় সভায় ভোটাভুটির মাধ্যযমে বাজারঘাট-বেতুবাড়িতে সভানেত্রী পদে বিজিতা ও সহ-সভানেত্রী পদে নির্বাচিত গীতা
পাথারকান্দি (অসম), ১০ জুলাই (হি.স.) : পঞ্চায়েত ভোটের পর গ্রাম পঞ্চায়েত (জিপি) ভিত্তিক বোর্ড গঠনের লক্ষ্যে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন বিভাগের নির্দশে গোটা রাজ্যের সঙ্গে সংগতি রেখে পাথারকান্দির দুটি ব্লকের ২৩টি জিপিতে গত ২৫ জুন থেকে সরকারিভাবে পরিচালন বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়। এতে পর্যায়ক্রমে অন্যান্য জিপির বোর্ড গঠন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেলেও পাথারকান্দির তিনটি জিপিতে জটলার সৃষ্টি হয়ে পূর্ব নির্ধারিত সভাগুলো বাতিল বলে সরকারিভাবে ঘোষণা করা হয়। পরে এ মর্মে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার পাথারকান্দি ব্লক কার্যালয়ে ফের বর্ধিত তিনটি সভার ব্যাবস্থা করা হয়। কিন্তু এতেও দুটি সভা ভেস্তে যায়।
আজকের প্রথম সভায় কানাইনগর জিপির মাত্র ছয়জন সদস্য/সদস্যা উপস্থিত থাকায় পঞ্চায়েত আইন অনুযায়ী প্রথম সভা বাতিল বলে ঘোষণা করেন সরকারি আধিকারিকরা। পরবর্তী সভায় কাজিরবাজার-পলডহর জিপির ছয় জন সদস্য/সদস্যা উপস্থিত থাকায় কোরামের গ্যাঁড়াকলে পড়ে দ্বিতীয় সভাটিও ভেস্তে যায়। পরবর্তী তৃতীয় বর্ধিত সভায় বাজারঘাট-বেতুবাড়ি জিপিতে সভাপতি ও সহ-সভাপতি পদে একাধিক প্রার্থী দাবিদার থাকায় বোর্ড নির্বাচন প্রক্রিয়াটি ভোটাভুটিতে গড়ায়। পরে প্রাপ্ত ভোটের মাধ্যমে ওই জিপিতে ছয়টি ভোট পেয়ে সভানেত্রী পদে বিজিতা সিনহা। তাঁর প্রতিদ্বন্দ্বী শংকরজ্যোতি দেবনাথ। তিনি লাভ করেন চারটি ভোট। এতে সহ সভানেত্রী পদে ছয়টি ভোট পেয়ে গীতা দেবনাথ বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সুনীতা সিনহা। তাঁর ঝুলিতেও পড়ে চারটি ভোট।
এর আগে নবনির্বাচিত ওয়ার্ড মেম্বারদের শপথ পাঠ করান সরকারি আধিকারিকরা। উপস্থিত ছিলেন অজয় কার্কি ছেত্রী, হিমাংশুচন্দ্র দাস, মবরুর হোসেন প্রমুখ। বিজয়ীদের সংবর্ধনার পর মিছিল যোগে স্ব স্ব জিপিতে নিয়ে যাওয়া হয়। আজকের বাতিলকৃত দুটি জিপির বোর্ড গঠনের পরবর্তী তারিখ সম্পর্কে কিছু জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস