সাব্রুমে মৎস্য চাষে প্রযুক্তির ছোঁয়া, বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ শিবিরে সমৃদ্ধ ভবিষ্যতের বার্তা
সাব্রুম (ত্রিপুরা), ১০ জুলাই (হি.স.) : মৎস্য চাষে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদ কমিউনিটি হলে অনুষ্ঠিত হল এক দিবসীয় প্রশিক্ষণ শিবির ও কর্মশালা। ‌সাব্রুম মহকুমা মৎস্য দফতরের উদ্যোগে
প্রশিক্ষণ শিবির


সাব্রুম (ত্রিপুরা), ১০ জুলাই (হি.স.) : মৎস্য চাষে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদ কমিউনিটি হলে অনুষ্ঠিত হল এক দিবসীয় প্রশিক্ষণ শিবির ও কর্মশালা। ‌সাব্রুম মহকুমা মৎস্য দফতরের উদ্যোগে এদিন মৎস্য চাষী দিবস উদযাপিত হয়।

“মৎস্য চাষে প্রযুক্তির ছোঁয়ায় গড়ে উঠুক সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই মন্ত্রকে সামনে রেখেই এদিনের কর্মসূচি এগিয়ে চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক এবং সাতচাঁদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন প্রভাস লোধ।

প্রযুক্তিনির্ভর মৎস্য চাষের গুরুত্বের উপর জোর দিয়ে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে বক্তারা আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষের প্রয়োজনীয়তা, বিজ্ঞানসম্মত খাদ্য ব্যবস্থাপনা, পুকুরের স্বাস্থ্যরক্ষা, জাত উন্নয়ন, জৈব পদ্ধতি ও বাজারজাতকরণ প্রক্রিয়ার উপর আলোকপাত করেন।

জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, “বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। আমাদের মৎস্য চাষীদের এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আধুনিক প্রযুক্তির সাহায্যে উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করা সম্ভব।”

বিধায়ক মাইলাফ্রু মগ বলেন, “এই ধরনের প্রশিক্ষণ শিবির গ্রামীণ মৎস্যজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প ও অনুদানও রয়েছে, সঠিক জ্ঞানের মাধ্যমেই তার সুষ্ঠু প্রয়োগ সম্ভব।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্থানীয় চাষীরাও তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেম এবং আধুনিক পদ্ধতি সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন। অনেকে বলেন, এই ধরনের প্রশিক্ষণ তাঁদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং ভবিষ্যতে উন্নত পদ্ধতিতে চাষের পরিকল্পনা করছেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে মৎস্য দফতরের আধিকারিকেরা চাষীদের প্রশিক্ষণ দেন এবং প্রজেক্টরের মাধ্যমে আধুনিক চাষের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে সফল চাষীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande