বিলোনিয়ায় ত্রাণ শিবিরে আশ্রিত বন্যা দুর্গতদের সাথে কথা বললেন সাংসদ রাজীব
বিলোনিয়া (ত্রিপুরা), ১০ জুলাই (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমায় শরণার্থী শিবিরে থাকা বন্যা দুর্গতদের খোঁজখবর নিতে এলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য। বৃহস্পতিবার প্রথমে তিনি ঋষ্যমুখ মণ্ডলের অন্তর্গত আমজাদনগর শরণা
সাংসদ রাজীব ভট্টাচার্য


বিলোনিয়া (ত্রিপুরা), ১০ জুলাই (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমায় শরণার্থী শিবিরে থাকা বন্যা দুর্গতদের খোঁজখবর নিতে এলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

বৃহস্পতিবার প্রথমে তিনি ঋষ্যমুখ মণ্ডলের অন্তর্গত আমজাদনগর শরণার্থী শিবিরে আসেন। কথা বলেন শিবিরে থাকা শরণার্থীদের সাথে। তাঁর সাথে ছিলেন বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, ঋষ্যমুখ মণ্ডল সভাপতি নকুল পাল, বিজেপি নেতা অশেষ বৈদ্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি, মহকুমা শাসক, বিডিও সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

আমজাদনগরের পর একে একে তিনি বিলোনিয়া শহরের বিকেআই স্কুল থেকে শুরু করে বল্লামুখা সহ সমস্ত শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করেন। শরণার্থীদের জন্য তিনি নিয়ে আসেন শুকনো খাবার। সাংসদ রাজীব ভট্টাচার্য্যকে কাছে পেয়ে শরণার্থীরা তাদের বিভিন্ন দাবিগুলি তুলে ধরেন। যদিও শিবিরের ব্যবস্থাপনা নিয়ে কোন ধরনের অভিযোগ নেই তাদের। দুর্গতদের সুবিধা ও অসুবিধা জানার পর তিনি কথা বলেন দক্ষিণ জেলার জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি এর সাথে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande