ইরান-ইজরায়েল যুদ্ধ উত্তেজনার কারণে ১৬টি উড়ান বাতিল করল পাকিস্তান
ইসলামাবাদ, ১৬ জুন (হি.স.): ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান, ইরাক ও কাতার সহ কয়েকটি দেশে আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাহত হয়েছে। পাকিস্তান ১৬টি উড়ান বাতিল করেছে। করাচিতে আঞ্চলিক আকাশসীমায় বিধিনিষেধের কারণে জেড্ডা, মাশহাদ, ব
ইরান-ইজরায়েল যুদ্ধ উত্তেজনার কারণে ১৬টি উড়ান বাতিল করল পাকিস্তান


ইসলামাবাদ, ১৬ জুন (হি.স.): ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান, ইরাক ও কাতার সহ কয়েকটি দেশে আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাহত হয়েছে। পাকিস্তান ১৬টি উড়ান বাতিল করেছে। করাচিতে আঞ্চলিক আকাশসীমায় বিধিনিষেধের কারণে জেড্ডা, মাশহাদ, বাগদাদ এবং তেহরানের আটটি উড়ান বাতিল করা হয়েছে। ইসলামাবাদ থেকে নাজফগামী বিদেশি বিমান সংস্থার দুটি উড়ানও বাতিল করা হয়েছে।

একইভাবে, রাশিয়া, লেবানন, কাজাখস্তান, আজারবাইজান এবং উজবেকিস্তানের উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর বিমান সংস্থাগুলি ২০ জুন পর্যন্ত ইজরায়েল, ইরান এবং ইরাকের সমস্ত উড়ান স্থগিত রেখেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande