(আপডেট) উত্তরার স্কুলে বিমান ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৩১
ঢাকা, ২২ জুলাই (হি.স.) : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সোমবার দুপুরে (স্থানীয় সময়) আচমকাই ভেঙে পড়ে সে দেশের বায়ুসেনার একটি বিমান। ওড়ার ১২ মিনিটের মধ্যেই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল পর্যন্ত দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১। আহ
উত্তরার স্কুলে বিমান ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৩১


ঢাকা, ২২ জুলাই (হি.স.) : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সোমবার দুপুরে (স্থানীয় সময়) আচমকাই ভেঙে পড়ে সে দেশের বায়ুসেনার একটি বিমান। ওড়ার ১২ মিনিটের মধ্যেই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল পর্যন্ত দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১। আহত বহু, চেনাও যাচ্ছে না অনেককেই।

মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিমান ভাঙার ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande