ঢাকা, ২৪ জুলাই (হি.স.) : জামিনের আবেদন খারিজ করে দেওয়া হল চিন্ময়কৃষ্ণ দাসের। বৃহস্পতিবার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম মহানগর দায়রা আদালত। এর আগেও জুন মাসের প্রথম দিকে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে চট্টগ্রামে আইনজীবী খুন সহ একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগেও মামলা দায়ের করা হয়েছিল।
প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে। ২০২৪ সালের ৩১ অক্টোবর অভিযোগটি দায়ের করেছিলেন এক বিএনপি নেতা। সেই ঘটনায় গত বছর নভেম্বর মাসে চিন্ময়কৃষ্ণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর তিনি যখন পুলিশি হেপাজতে ছিলেন সেই সময় চট্টগ্রাম আদালত চত্বরে অশান্তির জেরে মৃত্যু হয় আইনজীবী সইফুল ইসলামের। এরপর সেই আইনজীবীর হত্যার দায়ও চাপিয়ে দেওয়া হয় চিন্ময়কৃষ্ণের ওপরে। শুধু তাই নয়, গাড়ি ভাংচু্র এবং পুলিশের ওপর হামলার অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আইনজীবী সইফুল ইসলামের হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে উস্কানি দেওয়ারও অভিযোগ আনা হয়। সেই থেকে জামিনের অপেক্ষায় রয়েছেন তিনি। কিন্তু এবারে ফের খারিজ করে দেওয়া হল চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন।
হিন্দুস্থান সমাচার / সোনালি