বাংলাদেশের আদালতে ফের জামিন নামঞ্জুর চিন্ময় ব্রহ্মচারীর
।। রাজীব দে ।। চট্টগ্রাম, ২৪ জুলাই (হি.স.) : ফের জামিন নামঞ্জুর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন আবারও নাকচ করে দিয়েছে আদালত।
চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী (ফাইল ফটো)


।। রাজীব দে ।।

চট্টগ্রাম, ২৪ জুলাই (হি.স.) : ফের জামিন নামঞ্জুর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা সহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন আবারও নাকচ করে দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক হাসানুল ইসলাম চিন্ময়কৃষ্ণের জামিন নাকচ করেছেন। চিন্ময়কৃষ্ণের জামিন আবেদনের সওয়াল করতে ঢাকা থেকে এসেছিলেন বিশিষ্ট আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষের আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্যের সওয়ালের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত পাঁচ মামলাতেই জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মহম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

এদিকে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাঁর কৌঁসুলি অপূর্বকুমার ভট্টাচার্যকে দেওয়া হয় কঠোর নিরাপত্তা।

চিন্ময় দাসের পক্ষে এদিন আলিফ হত্যা, আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর আক্রমণ, হামলা-ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে দায়েরকৃত পাঁচটি মামলায় জামিনের আবেদন করেছিলেন কৌঁসুলি অপূর্বকুমার ভট্টাচার্য। এ সব মামলার এজাহারে চিন্ময় আসামি ছিলেন না। পরবর্তীতে পুলিশ তদন্তে তাঁর সম্পৃক্ততা পাওয়ার তথ্য উল্লেখ করে আদালতে তাঁকে গ্রেফতার দেখানোর আবেদন করে। কারাগারে বন্দি চিন্ময় দাসককে এ সব মামলায় গ্রেফতার দেখানো হয় আদালতের নির্দেশে। এ ছাড়া প্রতিটি মামলায় তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতিও পায় পুলিশ।

এর আগে, গত ৩ জুন ওই মামলাগুলোতে চট্টগ্রাম মহানগর বিচারক আবু বক্কর সিদ্দিক তাঁর জামিন আবেদন খারিজ করেছিলেন। এর পর চিন্ময়ের কৌঁসুলিরা জামিনের জন্য চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের দ্বারস্থ হন।

চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে রংপুরের হিন্দু সম্প্রদায়ের এক বিশাল সমাবেশ শেষ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরের দিন ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর নির্দেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সমস্যার সৃষ্টি করেন চিন্ময়ের অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা তাঁকে বহনকারী প্রিজন ভ্যান আদালত এলাকায় আটকে রাখেন চিন্ময়কৃষ্ণ দাসের অনুসারীরা। এক পর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়।

পরবর্তীতে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবী হত্যা, পুলিশের ওপর হামলা, কাজে বাধা, গাড়ি ভাঙচুর, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মোট ছয়টি মামলা হয়। এর মধ্যে আইনজীবী আলিফ হত্যা সহ পাঁচটি মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানো হয় আদালতের নির্দেশে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande