প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স: ইমান্যুয়েল ম্যাক্রোঁ
প্যারিস, ২৫ জুলাই (হি.স.): প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জে অনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের ঘোষণা করবেন তিনি। ম্যাক্রোর কথায়, ‘গাজায় যুদ্ধ
Emmanuel Macron


প্যারিস, ২৫ জুলাই (হি.স.): প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জে অনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের ঘোষণা করবেন তিনি। ম্যাক্রোর কথায়, ‘গাজায় যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, যুদ্ধ শেষ করতে এবং গাজার সাধারণ মানুষকে উদ্ধার করতে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। এক্স হ্যান্ডলে ম্যাক্রোঁ-র সংযোজন, তিনি সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande