ব্যাংকক, ২৪ জুলাই (হি.স.): থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় তীব্র লড়াই। সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ৮ জন নাগরিক নিহত এবং দুই সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। থাইল্যান্ডের সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, কম্বোডিয়ার সেনারা উত্তর-পশ্চিম কম্বোডিয়ার অদ্দার মিনচেই প্রদেশের সীমান্তবর্তী বিরোধপূর্ণ মোয়ান থম মন্দিরের কাছে সীমান্ত এলাকায় প্রথমে গুলি চালায়। তার পর থেকে সেখানে তীব্র লড়াই চলছে।
কম্বোডিয়া প্রথমে ওই এলাকায় একটি নজরদারি ড্রোন মোতায়েন করে, তারপর সেনা পাঠায়। কম্বোডিয়ার সেনারা সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার করে গোলা ছুড়ছে, যার মধ্যে কামানের গোলা এবং দীর্ঘ পাল্লার বিএম২১ রকেটও আছে।
থাইল্যান্ডের সুরিন প্রদেশের জেলা প্রধান সুত্তিরোত চারোয়নথানাসাক এদিন সকালে কম্বোডিয়ার গোলাবর্ষণে দুজন নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছিলেন। সীমান্তবর্তী ৮৬টি গ্রামের প্রায় ৪০ হাজার থাই বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান সুত্তিরোত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ