আজ শনিবার আংশিক যান চলাচলের জন্য খুলেছে হাফলং-শিলচর জাতীয় সড়ক
হাফলং (অসম), ২৮ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলা সহ দক্ষিণ অসমের যোগাযোগের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতির অংশ হিসেবে আজ শনিবার থেকে হাফলং-শিলচর জাতীয় সড়কটি আংশিকভাবে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বর্তমানে হাফলং-শিলচর জাতীয় সড়কে বেসরকারি যানব
আজ শনিবার আংশিক যান চলাচলের জন্য খুলেছে হাফলং-শিলচর জাতীয় সড়ক


হাফলং (অসম), ২৮ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলা সহ দক্ষিণ অসমের যোগাযোগের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতির অংশ হিসেবে আজ শনিবার থেকে হাফলং-শিলচর জাতীয় সড়কটি আংশিকভাবে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বর্তমানে হাফলং-শিলচর জাতীয় সড়কে বেসরকারি যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। তবে চলমান মেরামত সুরক্ষার দরুন এই সড়কে পণ্যবাহী গাড়ির যাতায়াত স্থগিত রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ জুন ভূমিধসের ফলে হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের জাটিঙ্গা লামপুরে কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ধস নেমে লামডিং-বদরপুর পাহাড় লাইনে রেল পরিষেবা বন্ধ হয়ে পড়ে। ভূমিধসের জেরে রেল ও সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় বহু যাত্রী আটকে পড়েছিলেন। তাছাড়া এই অঞ্চলে প্রয়োজনীয় পণ্য সরবরাহও বন্ধ হয়ে পড়েছিল। যদিও প্রতিকূল ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতির মধ্যে রেল ও সড়কপথ সংস্কারের কাজ অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসন সড়কপথটির ধসপ্রবণ এলাকায় সম্ভাব্য ঝুঁকি থাকার বিষয়ে উল্লেখ করে এই পথ দিয়ে চলাচলকারী যাত্রীদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। জেলা প্রশাসন এবং এনএইচআইডিসিএল আগামীদিনে সব ধরনের পরিবহণের জন্য রাস্তাটি পুনরায় চালু করার জন্য সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পণ্য পরিবহণ বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande