নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): জুয়া খেলার মোবাইল অ্যাপ্লিকেশনের প্রচার করার জন্য অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণের অভিনেতা রানা দগ্গুবতি এবং বিজয় দেবেরাকোন্ডার বিরু্দ্ধে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ওই দুই অভিনেতা-সহ ২৯ জন তারকার বিরুদ্ধে মামলা করেছে। যাদের মধ্যে রয়েছেন প্রকাশ রাজ, অনন্যা নাগাল্যার মতো তারকারও।
ইডি জানিয়েছে, টাকার বেআইনি লেনদেন রোখার আইনে মামলা দায়ের হয়েছে। এই তালিকায় রয়েছে অভিনেতা, ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারের নামও। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ