আগামীকাল পুতিনের সঙ্গে বৈঠক মোদীর; জিনপিং-কে ভারতে আমন্ত্রণ, জানালেন মিস্রি
তিয়ানজিন, ৩১ আগস্ট (হি.স.): আগামীকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিনের তিয়ানজিনে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর ভারতের উদ্দেশ্যে রওনা হবেন মোদী। পাশাপাশি চিনের রাষ্ট্রপতি শি জিনপিংকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ম
বিক্রম মিস্রি


তিয়ানজিন, ৩১ আগস্ট (হি.স.): আগামীকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চিনের তিয়ানজিনে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর ভারতের উদ্দেশ্যে রওনা হবেন মোদী। পাশাপাশি চিনের রাষ্ট্রপতি শি জিনপিংকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি।

রবিবার সাংবাদিক বৈঠকে বিক্রম মিস্রি বলেছেন, ''আগামীকাল, প্রধানমন্ত্রীর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে, যার পরে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। মিস্রি জানিয়েছেন, আগামীকাল প্রধানমন্ত্রী মোদী শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন, যেখানে তিনি এসসিও-র অধীনে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য ভারতের দৃষ্টিভঙ্গির রূপরেখা দেবেন। এই আলোচনার পরে, তিনি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে, যার পরে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হবেন।

বিক্রম মিস্রি আরও বলেছেন, প্রধানমন্ত্রী ২০২৬ সালে ভারত আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। রাষ্ট্রপতি শি আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভারতের ব্রিকস সভাপতিত্বে চীনের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন। বহুপাক্ষিক প্ল্যাটফর্ম সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় এবং চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande