কলকাতা, ১১ জুলাই (হি.স.) : পুরুষদের একক সেমিফাইনালগুলি ১২তম দিনে লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকেট ক্লাবে অনুষ্ঠিত হবে।
প্রথম সেমিফাইনালে দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ পঞ্চম বাছাই আমেরিকান টেলর ফ্রিটজের মুখোমুখি হবেন ।
দ্বিতীয় সেমিফাইনালে ষষ্ঠ বাছাই সার্বিয়ান এবং সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ শীর্ষ বাছাই জ্যানিক সিনারের মুখোমুখি
হবেন।
পুরুষদের একক, সেমিফাইনাল - (২) কার্লোস আলকারাজ (স্পেন) বনাম [৫] টেলর ফ্রিটজ (মার্কিন যুক্তরাষ্ট্র) - সন্ধ্যা ৬টা আইএসটি (স্থানীয় সময় দুপুর ১:৩০)
পুরুষদের একক, সেমিফাইনাল - [১] জনিক সিনার (ইতালি) বনাম [৬] নোভাক জোকোভিচ (সার্বিয়া)
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি