কলকাতা, ১২ জুলাই (হি.স.): শ্রাবণী মেলা চলাকালীন দেওঘর এবং রাক্সৌলের মাঝে শ্রাবণী মেলা বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
০৫৫৪৫ রক্সৌল-দেওঘর শ্রাবণী মেলা স্পেশাল রক্সৌল থেকে রাত ০০:৩০ মিনিটে ছাড়বে। ১৩.০৭.২০২৫ থেকে ০৮.০৮.২০২৫ (১২টি ট্রিপ) পর্যন্ত প্রতি রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার দেওয়া হবে এই পরিষেবা। দেওঘর পৌঁছানোর কথা একই দিনে ১৬:৫০ টায়।
অন্যদিকে, ০৫৫৪৬ দেওঘর-রক্সৌল শ্রাবণী মেলা স্পেশাল প্রতি রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার ১৩.০৭.২০২৫ থেকে ০৮.০৮.২০২৫ (১২টি ট্রিপ) দেওঘর থেকে ১৭:৫০ টায় ছেড়ে পরের দিন ১১:৪০ টায় রক্সৌল পৌঁছানোর কথা। পূর্ব রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত