একাদশতম দল অমরনাথের উদ্দেশ্যে রওনা, সুরক্ষা ব্যবস্থা জোরদার
শ্রীনগর, ১৩ জুলাই (হি.স.): অমরনাথ যাত্রা নির্বিঘ্নে ও মসৃণভাবেই চলছে। রবিবার ভোরে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে পুণ্যার্থীদের আরও একটি দল। এদিন ভোরে পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে পুণ্যার্থীদের একাদশতম দল। ইতিমধ্যেই
একাদশতম দল অমরনাথের উদ্দেশ্যে রওনা, সুরক্ষা ব্যবস্থা জোরদার


শ্রীনগর, ১৩ জুলাই (হি.স.): অমরনাথ যাত্রা নির্বিঘ্নে ও মসৃণভাবেই চলছে। রবিবার ভোরে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে পুণ্যার্থীদের আরও একটি দল। এদিন ভোরে পহেলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে পুণ্যার্থীদের একাদশতম দল। ইতিমধ্যেই ১.৬৫ লক্ষের বেশি ভক্ত অমরনাথের পবিত্র গুহা দর্শন ও পূজার্চনা করেছেন।

রবিবার অমরনাথের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে কাঠুয়ার একজন তীর্থযাত্রী বলেন, আমরা কাঠুয়া থেকে এসেছি, এটা আমাদের প্রথম যাত্রা, আয়োজন খুবই ভালো। আমাদের একমাত্র প্রার্থনা ঈশ্বর যেন আমাদের যাত্রা সফল করেন এবং সবাইকে সুরক্ষিত রাখেন। মধ্যপ্রদেশের এক ভক্ত বলেছেন, আমরা উজ্জয়িনী থেকে এসেছি। সত্যিই দারুণ লাগছে। ব্যবস্থাপনা খুব ভালো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন তিনি আমাদের এবং অন্য সকলকে রক্ষা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande