মায়ানমারে আলফা-আই, এনএসসিএন (কে) এবং পিএলএ ক্যাম্পে ভারতীয় সেনার ড্রোন হামলা
নিহত আলফা (আই)-এর সেকেন্ড-ইন চিফ স্বঘোষিত কমান্ডার নয়ন অসম এবং কৰ্ণেল প্ৰদীপ অসম, দাবি সূত্ৰের গুয়াহাটি, ১৩ জুলাই (হি.স.) : মায়ানমারে আলফা-স্বাধীন (আই), এনএসসিএন (কে) এবং পিএলএ ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কথিত হতাহতের মধ্যে আ
পরেশ বরুয়ার সঙ্গে আলফা (আই)-এর শীর্ষ নেতৃবর্গ। ইনসেটে কথিত নিহত সেকেন্ড-ইন চিফ নয়ন অসম (ফাইল ফটো)


নিহত আলফা (আই)-এর সেকেন্ড-ইন চিফ স্বঘোষিত কমান্ডার নয়ন অসম এবং কৰ্ণেল প্ৰদীপ অসম, দাবি সূত্ৰের

গুয়াহাটি, ১৩ জুলাই (হি.স.) : মায়ানমারে আলফা-স্বাধীন (আই), এনএসসিএন (কে) এবং পিএলএ ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কথিত হতাহতের মধ্যে আলফা (আই)-এর সেকেন্ড-ইন চিফ স্বঘোষিত কমান্ডার নয়ন অসম এবং কৰ্ণেল প্ৰদীপ অসমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে প্রাপ্ত খবর।

এ খবর লেখা পর্যন্ত ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক বা মায়ানমার কর্তৃপক্ষ হামলার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস্থান সমাচার-কে কেন্দ্রীয় এক গোয়েন্দা সূত্র জানিয়েছে, আজ রবিবার ভোরে বড়সড় এক আন্তঃসীমান্ত অভিযানে ভারতীয় সেনাবাহিনী মায়ানমারের সাগাইং অঞ্চলের অভ্যন্তরে অবস্থিত অসম, নাগালল্যান্ড এবং মণিপুরের উগ্রপন্থী সংগঠন যথাক্রমে ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট’ (আলফা-আই), ‘ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-খাপলাং গোষ্ঠী’ (এনএসসিএন-কে)-র এবং মণিপুরের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)-র চার-চারটি শিবিরে প্ৰায় ১০০টি ড্রোন হামলা চালিয়েছে।

জানা গেছে, মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত ড্ৰোন হামলাটি ভারতীয় সেনা আজ ভোরের দিকে ভারত-মায়ানমার সীমান্তবৰ্তী নাগা স্বশাসিত অঞ্চলে (মায়ানমার ভূখণ্ডে) অবস্থিত উগ্রপন্থী আস্তানাগুলিকে লক্ষ্য করে সংগঠিত করেছে। প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি ছিল ওয়াকথাম বস্তিতে অবস্থিত আলফা-আই-এর ৭৭৯ ক্যাম্প। সূত্রের দাবি, ড্রোন হামলার সময় ওই সংগঠনের পাঁচ ক্যাডার ক্যাম্পে ছিল। তবে সংশ্লিষ্ট ক্যাম্প থেকে কোনও আহত বা প্রাণহানির খবর নিশ্চিত করেনি গোয়েন্দা সূত্ৰটি।

সূত্ৰটি জানিয়েছে, পৃথক আরও এক তীব্র হামলা চালানো হয় সাগাইং অঞ্চলের হয়াত বস্তিতে অবস্থিত আলফা-আই-এর ‘ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার’ (ইসিএইচকিউ)-কে লক্ষ্য করে। এখনও সরকারিভাবে ঘটনার নিশ্চিত করা না হলেও প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে গোয়ন্দা সূত্র জানিয়েছে, ইসিএইচকিউ-এ আলফা-আই-এর শীর্ষ কমান্ডার ৫৮ বছর বয়সি নয়ন মেধি, ওরফে নয়ন অসম হামলায় নিহত হয়েছেন। নয়ন মেধি (নয়ন অসম) অসমের তদানীন্তন বরপেটা জেলা (অধুনা বজালি)-র বাসিন্দা। এছাড়া ড্রোন হামলায় আরও বেশ কয়েকজন আলফা-আই ক্যাডার সহ নিহত হয়েছেন কৰ্ণেল প্ৰদীপ অসমও।

প্ৰসঙ্গত, নয়ন অসম-এর স্থান আলফা-আই-এর সর্বেসর্বা পরেশ বরুয়ার পরই। নয়ন অসমকে নিষিদ্ধ উগ্ৰপন্থী সংগঠনের একজন প্রধান কৌশলবিদ এবং সামরিক প্রশিক্ষক হিসেবে বিবেচনা করা হয়।

সূত্রটি জানিয়েছে, ড্রোন অপারেশন আশপাশের বেশ কয়েকটি এনএসসিএন (কে) শিবিরেও আঘাত করেছে। এতে এখনও সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও, মনে করা হচ্ছে নাগা এবং মণিপুরের জঙ্গি গোষ্ঠীর একাধিক ক্যাডার হতাহত হয়েছে। ড্ৰোন হামলায় আরাকান ক্যাম্পের বিস্তর ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সূত্রটি।

নিরাপত্তা বিশেষজ্ঞরা সীমান্তের ওপার থেকে সক্রিয় উত্তরপূর্বীয় জঙ্গি গোষ্ঠীগুলির নিরাপদ আশ্রয়স্থলগুলিকে ধ্বংস করার লক্ষ্যে ভারত সরকারের উগ্ৰপন্থী-বিরোধী কৌশলের এক নতুন অংশ হিসাবে স্ট্রাইকগুলিকে দেখছেন৷ মায়ানমারের প্রত্যন্ত জঙ্গলগুলিতে দীর্ঘদিন ধরে অসম ও নাগাল্যান্ডে সক্রিয় আলফা-আই এবং অন্যান্য উগ্ৰপন্থী সংগঠনগুলি কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande