ভোপাল, ১৩ জুলাই (হি.স.): রাজ্যে বিদেশি বিনিয়োগ আনতে মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব রবিবার ৭ দিনের সফরে দুবাই পৌঁছেছেন। তাজ হোটেলে ভারতীয় বংশোভূত নাগরিক এবং শিল্পপতিরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দুবাইতে মুখ্যমন্ত্রী ডঃ যাদব মালওয়া অঞ্চলের পুরনো বন্ধুদের সঙ্গেও দেখা করেন। তাঁদের সঙ্গে দেখা করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।
উষ্ণ অভ্যর্থনায় অভিভূত মুখ্যমন্ত্রী ডঃ যাদব সামাজিক মাধ্যমে তাঁর অনুভূতি প্রকাশ করেন। তিনি লিখেছেন, ভারতীয়রা তাঁদের কঠোর পরিশ্রম, সংস্কৃতি এবং মূল্যবোধ দিয়ে দুবাইতে একটি বিশেষ পরিচয় তৈরি করেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে থাকাকালীন দুবাইয়ের তাজ হোটেলে ভারতীয় যুবকদের সঙ্গে দেখা করতে পেরে আমার হৃদয় আনন্দিত। সকলের জন্য আন্তরিক কৃতজ্ঞতা! তিনি তাঁর সফরের কিছু ছবিও শেয়ার করেছেন।
মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব ১৯ জুলাই পর্যন্ত দুবাই এবং স্পেন সফরে থাকবেন। এই সফরের মূল লক্ষ্য হল মধ্যপ্রদেশে বিদেশি বিনিয়োগ আনা, প্রযুক্তি বিনিময়কে উৎসাহিত করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফর কেবল রাজ্যের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত উন্নয়ন এবং সাংস্কৃতিক প্রচারের মাধ্যমে মধ্যপ্রদেশে দীর্ঘমেয়াদী সুবিধাও বয়ে আনবে বলে রাজ্যবাসী মনে করছেন।
হিন্দুস্থান সমাচার / পাপিয়া