কলকাতা, ১২ জুলাই (হি.স.): পূর্ব রেলওয়ে শ্রাবণী মেলার সময় মধুপুর এবং বেনারসের মধ্যে শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
০৩১৫৭ মধুপুর - বেনারস শ্রাবণী মেলা স্পেশাল ট্রেনটি ১৪.৭.২০২৫ থেকে ৪.৮.২০২৫ (৪টি ট্রিপ) প্রতি সোমবার মধুপুর থেকে দুপুর ১২:১০ মিনিটে ছেড়ে একই দিনে ২৩:৩০ মিনিটে বেনারসে পৌঁছাবে এবং ০৩১৫৮ বেনারস - মধুপুর শ্রাবণী মেলা স্পেশাল ট্রেন ১৫.৭.২০২৫ থেকে ৫.৮.২০২৫ (৪টি ট্রিপ) প্রতি মঙ্গলবার ০১:৫০ মিনিটে বেনারস থেকে ছেড়ে একই দিনে দুপুর ২:৩০ মিনিটে মধুপুরে পৌঁছাবে।
এই বিশেষ ট্রেন পূর্ব রেলওয়ের জসিডিহ এবং সিমুলতলা স্টেশন সহ ১৫টি স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত