কলকাতা, ১২ জুলাই (হি.স.): শ্রাবণী মেলা চলাকালীন সাহেবগঞ্জ ও দানাপুরের মধ্যে শ্রাবণী মেলা বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১৩ জুলাই) থেকে ১০ আগস্ট পর্যন্ত (৫টি ট্রিপ) এর মধ্যে চলবে এই ট্রেন।
ওই সময়কালে প্রতি রবিবার 03236 দানাপুর – সাহেবগঞ্জ শ্রাবণী মেলা স্পেশাল দানাপুর ছাড়বে ভোর 05:20 টায়। একই দিনে 15:25 টায় পৌঁছোনোর কথা সাহেবগঞ্জ।
একই সময়কালে প্রতি রবিবার 03235 সাহেবগঞ্জ – দানাপুর শ্রাবণী মেলা স্পেশাল সাহেবগঞ্জ থেকে ছাড়বে 16:25 টায়। দানাপুর পৌঁছানোর কথা পরের দিন 03:15 টায়। স্পেশাল ট্রেনটি মগরা, পিরপাইন্টি, কাহালগাঁও, একছড়ি, ঘোঘা, ভাগলপুর, আকবরনগর, সুলতানগঞ্জ, বারিয়ারপুর, জামালপুর, ধরহারা, আভাইপুর এবং কাজরা স্টেশনে উভয় দিকেই থামবে।
পূর্ব রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত