দক্ষিণ-পূর্ব রেলের ২টি নতুন প্রকল্পের অনুমোদন
নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): রেল মন্ত্রক সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের দুটি নতুন প্রকল্পের কাজের অনুমোদন দিয়েছে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর জানিয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ কাজ নিম্নলিখিত: ● নিমপুরা রিসেপশন ইয়ার্ড থেকে খড়গপুর জংশন পর্য
দক্ষিণ-পূর্ব রেলের ২টি নতুন প্রকল্পের অনুমোদন


নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): রেল মন্ত্রক সম্প্রতি দক্ষিণ-পূর্ব রেলের দুটি নতুন প্রকল্পের কাজের অনুমোদন দিয়েছে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এ খবর জানিয়েছে।

এই দুটি গুরুত্বপূর্ণ কাজ নিম্নলিখিত:

● নিমপুরা রিসেপশন ইয়ার্ড থেকে খড়গপুর জংশন পর্যন্ত তৃতীয় লাইন— এই ৬.৪১ কিমি দীর্ঘ তৃতীয় লাইন নির্মাণে ব্যয় হবে ₹১৫৭.৮৬ কোটি। হাওড়া-মুম্বাই ও হাওড়া-চেন্নাই হাই ডেনসিটি রুটে অবস্থিত নিমপুরা ও খড়গপুর জংশন।

এই অংশে তৃতীয় লাইন সম্পূর্ণ হলে আদিত্যপুর-খড়গপুর তৃতীয় লাইন প্রকল্প শেষ হবে। এতে গোকুলপুর ও আদ্রা থেকে আসা পণ্যবাহী ট্রেনের আটকে থাকার সমস্যা কমবে এবং মাল পরিবহন দ্রুত হবে।

● কলাইকুন্ডা-নিমপুরা ওয়েস্ট আউটার-গোকুলপুর সংযোগ (নিমপুরা রিসেপশন ইয়ার্ড এড়িয়ে)— এই ১২.৩৩ কিমি নতুন লাইনের নির্মাণ খরচ হবে ₹২২৪.৪৪ কোটি। এটি খড়গপুর স্টেশনের কাছাকাছি, যা হাওড়া-মুম্বাই ও হাওড়া-চেন্নাই হাই ডেনসিটি রুটে একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই সংযোগ সম্পূর্ণ হলে সেকশনের বর্তমান ধারণক্ষমতা বাড়বে এবং ট্রেন চলাচল আরও স্বচ্ছন্দ হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande