শ্রিংলা-সহ ৪ জনকে রাজ্যসভার জন্য মনোনীত করলেন রাষ্ট্রপতি, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, মীনাক্ষী জৈন, উজ্জ্বল নিকম এবং সি সদানন্দন মাস্টারকে রাজ্যসভার জন্য মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উজ্জ্বল নিকম নাম করা আইনজীবী। মুম্বই বিস্ফোরণ ও ২৬/১১ হামলায় স্পেশ্যাল পাব
শ্রিংলা-সহ ৪ জনকে রাজ্যসভার জন্য মনোনীত করলেন রাষ্ট্রপতি, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, মীনাক্ষী জৈন, উজ্জ্বল নিকম এবং সি সদানন্দন মাস্টারকে রাজ্যসভার জন্য মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উজ্জ্বল নিকম নাম করা আইনজীবী। মুম্বই বিস্ফোরণ ও ২৬/১১ হামলায় স্পেশ্যাল পাবলিক প্রসেকিউটর ছিলেন তিনি। একাধিক হাইপ্রোফাইল মার্ডার কেস নিয়ে আদালতে সওয়াল করেছেন উজ্জ্বল। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত শ্রিংলা ছিলেন বিদেশ সচিব। সি সদানন্দন মাস্টার শিক্ষাবিদ, কেরলের অ্যাক্টিভিস্ট। মীনাক্ষী জৈন পলিটিক্যাল সায়েন্টিস্ট ও ঐতিহাসিক। এই চারজনকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক্স মাধ্যমে উজ্জ্বল নিকমকে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, আইন ক্ষেত্র এবং আমাদের সংবিধানের প্রতি উজ্জ্বল নিকমের নিষ্ঠা অনুকরণীয়। তিনি কেবল একজন সফল আইনজীবীই ছিলেন না, গুরুত্বপূর্ণ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সমগ্র আইনি জীবনে, তিনি সর্বদা সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করার জন্য এবং সাধারণ নাগরিকদের সর্বদা মর্যাদার সঙ্গে আচরণ করা নিশ্চিত করার জন্য কাজ করেছেন। ভারতের রাষ্ট্রপতি তাকে রাজ্যসভায় মনোনীত করেছেন, এটি আনন্দের। অপর এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, সি সদানন্দন মাস্টারের জীবন সাহস এবং অন্যায়ের কাছে মাথা নত না করার প্রতীক। হিংসা এবং ভয়ভীতি জাতীয় উন্নয়নের প্রতি তাঁর মনোবলকে দমন করতে পারেনি। একজন শিক্ষক এবং সমাজকর্মী হিসেবে তাঁর প্রচেষ্টাও প্রশংসনীয়। এছাড়াও হর্ষবর্ধন ও মীনাক্ষী জৈনকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande