দিল্লিতে নিখোঁজ ত্রিপুরার ছাত্রীর মৃতদেহ উদ্ধার যমুনায়
আগরতলা, ১৩ জুলাই (হি.স.) : দিল্লিতে নিখোঁজ ত্রিপুরার ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম স্নেহা দেবনাথ। দিল্লির যমুনা নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে এই তথ্য প্রক
নিহত ছাত্রী


আগরতলা, ১৩ জুলাই (হি.স.) : দিল্লিতে নিখোঁজ ত্রিপুরার ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম স্নেহা দেবনাথ। দিল্লির যমুনা নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে এই তথ্য প্রকাশ্যে এনেছে। পোস্টে উল্লেখ করা হয়েছে,

মুখ্যমন্ত্রীর দফতরের সক্রিয় হস্তক্ষেপ ও দিল্লি পুলিশ প্রশাসনের সহযোগিতায় তদন্ত ত্বরান্বিত হয়, যার ফলস্বরূপ মৃতদেহ শনাক্ত ও উদ্ধার সম্ভব হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা শোকপ্রকাশ করেছেন এবং পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে, তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত ও ত্রিপুরা ভবনকে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন।

এদিকে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ছাত্রীটি নিজেই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। তবে ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande