আমেরিকায় বন্দুকবাজের হামলা, মৃত দুই
কেন্টাকি, ১৪ জুলাই (হি.স.): আমেরিকায় ফের বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন আরও ২ জন। এ বার গুলি চলেছে কেন্টাকি প্রদেশের একটি গির্জায়। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীরও। তবে হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, রব
Gun Shoot


কেন্টাকি, ১৪ জুলাই (হি.স.): আমেরিকায় ফের বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন আরও ২ জন। এ বার গুলি চলেছে কেন্টাকি প্রদেশের একটি গির্জায়। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীরও। তবে হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, রবিবার ওই গির্জায় আসা মানুষজনের উপরে আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। তার গুলিতে মৃত্যু হয়েছে দুই মহিলার। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে এই হামলা, তা স্পষ্ট নয় এখনও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande