রাতলাম : সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ৭৯০০টি মোবাইল নম্বর ব্লক
রাতলাম, ১৬ জুলাই (হি.স.) : সাইবার জালিয়াতির ঘটনায় প্রতারিতদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য সাইবার হেল্পলাইন নম্বর ৭০৪৯১২৭৪২০ জারি করা হয়েছে। হেল্পলাইনে বা সাইবার সেলে অভিযোগের ভিত্তিতে এনসিআরপি পোর্টালের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করে জালিয়াতির প
রাতলাম : সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ৭৯০০টি মোবাইল নম্বর ব্লক


রাতলাম, ১৬ জুলাই (হি.স.) : সাইবার জালিয়াতির ঘটনায় প্রতারিতদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য সাইবার হেল্পলাইন নম্বর ৭০৪৯১২৭৪২০ জারি করা হয়েছে। হেল্পলাইনে বা সাইবার সেলে অভিযোগের ভিত্তিতে এনসিআরপি পোর্টালের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করে জালিয়াতির পরিমাণ বাজেয়াপ্ত করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সাইবার জালিয়াতিকারীরা জালিয়াতি করার জন্য জাল ব্যাংক অ্যাকাউন্ট এবং জাল মোবাইল নম্বর ব্যবহার করে। এই সিমগুলি বিভিন্ন রাজ্য থেকে লোকেদের প্রলোভন দেখিয়ে বা জাল নথির ভিত্তিতে কেনা হয় এবং প্রতারকরা সাইবার জালিয়াতির হটস্পটগুলিতে এগুলি ব্যবহার করে। এই নম্বরগুলি সনাক্ত এবং ব্লক করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সাইবার জালিয়াতি সম্পর্কিত কার্যকলাপে রতলম পুলিশ এখনও পর্যন্ত প্রতারণা কাজে ব্যবহার করা ৭,৯০০টি মোবাইল নম্বর ব্লক করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পাপিয়া




 

 rajesh pande