বারাণসীতে বিপদসীমার কাছে গঙ্গার জলস্তর, নৌকা চলাচল বন্ধ
বারাণসী, ১৭ জুলাই (হি.স.): পাহাড়ি এলাকায় অবিরাম বৃষ্টিপাতের কারণে উত্তর প্রদেশের বারাণসীতে গঙ্গা নদীর জল ৬৮.৯৪ মিটারের কাছাকাছি পৌঁছেছে। অসি ঘাট এবং বেশ কয়েকটি মন্দির ডুবে গেছে, নৌকা চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেন, জলের স্তর অবশ্যই
বারাণসীতে বাড়ছে গঙ্গার জলস্তর, সতর্ক রয়েছে এনডিআরএফ


বারাণসী, ১৭ জুলাই (হি.স.): পাহাড়ি এলাকায় অবিরাম বৃষ্টিপাতের কারণে উত্তর প্রদেশের বারাণসীতে গঙ্গা নদীর জল ৬৮.৯৪ মিটারের কাছাকাছি পৌঁছেছে। অসি ঘাট এবং বেশ কয়েকটি মন্দির ডুবে গেছে, নৌকা চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় একজন বাসিন্দা বলেন, জলের স্তর অবশ্যই বৃদ্ধি পেয়েছে, তবে আমি যখন শেষবার পরিমাপ করেছিলাম তখন সকালে যেমন ছিল, জল এখনও একই স্তরে রয়েছে। তবে, এটি আরও বাড়বে নাকি কমবে তা কেউ ভবিষ্যদ্বাণী করতে পারে না। ঘাটগুলির পরিস্থিতি এমন যে সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

বারাণসীতে বেড়াতে আসা একজন পর্যটক বলছেন, জলের প্রবাহ খুবই তীব্র। একজন পর্যটক হিসেবে, প্রশাসন আমাদের নদী থেকে দূরে থাকার এবং আমাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে। ঘাটের পুরো নীচের অংশ ডুবে গেছে; মাত্র দুই বা তিনটি ধাপ দেখা যাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande