লন্ডন, ১৬ জুলাই (হি.স.) : ৩-২ ব্যবধানে টি-২০ সিরিজ জয়ের পর, ভারতীয় মহিলা দল এখন তিন ম্যাচের ওয়ান'ডে সিরিজ খেলতে নামছে, যার প্রথমটি বুধবার সাউদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের প্রথম টি-২০ সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছে উইমেন ইন ব্লু। এই বছরের শেষের দিকে ঘরের মাটিতে ওয়ান'ডে বিশ্বকাপের সঙ্গে সঙ্গে, হরমনপ্রীত কৌর এবং তাঁর দল তাদের ৫০ ওভারের খেলাটি আরও সুন্দর করে সাজাতে আগ্রহী হবে। ইংল্যান্ড মহিলা এবং ভারত মহিলাদের মধ্যে প্রথম ওয়ান'ডে ম্যাচটি ভারতীয় সময় বিকেল ৫:৩০ মিনিটে শুরু হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি