পাঁচ ম্যাচ পর বড় হার মায়ামির, গোলহীন মেসি
ফ্লোরিডা, ১৭ জুলাই (হি.স.): বৃহস্পতিবার গোল এলো না মেসির পা থেকে। আর্জেন্টাইন মহাতারকার বিবর্ণ পারফরম্যানসের দেখা গেল সিনসিনাটির বিপক্ষে। এর ফলে ইন্টার মায়ামিও দেখলো বড় হার। বৃহস্পতিবার টিকিউএল স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার
পাঁচ ম্যাচ পর বড় হার মায়ামির,গোলহীন মেসি


ফ্লোরিডা, ১৭ জুলাই (হি.স.): বৃহস্পতিবার গোল এলো না মেসির পা থেকে। আর্জেন্টাইন মহাতারকার বিবর্ণ পারফরম্যানসের দেখা গেল সিনসিনাটির বিপক্ষে। এর ফলে ইন্টার মায়ামিও দেখলো বড় হার। বৃহস্পতিবার টিকিউএল স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি। এদিন পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও দলের হয়ে বিশেষ সুবিধা করতে পারেননি মেসি।

বিগত ২৫ মে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর এমএলএসে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল মায়ামি। প্রত্যেকটিতেই জোড়া গোল করেছিলেন মেসি। বৃহস্পতিবার মেসির গোলের ধারাতেও ছেদ পড়ল সেই সঙ্গে মায়ামির জয়রথও থামলো। এদিন মায়ামি হারলেও বলের দখলে তারাই এগিয়ে ছিল। ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ১০টি শট নিয়েছে মায়ামি এর মধ্যে মাত্র ২টি শট লক্ষ্যে ছিল। বিপরীতে ১১টি শট নিয়ে ৬টিই লক্ষ্যে রাখে স্বাগতিকরা।

এই হারে ইস্টার্ন কনফারেনসের ২০ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচে মায়ামি। ৪৬ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া শীর্ষে থাকলেও তারা তিনটি ম্যাচ বেশি খেলেছে। আর এই জয়ে ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে সিনসিনাটি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande