অন্ডালে কুয়ো থেকে খনি কর্মীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার
দুর্গাপুর, ১৬ জুলাই (হি.স.): অন্ডালের পড়াশকোল পদ্মাবতী মন্দির এলাকার একটি কুয়ো থেকে উদ্ধার হল এক খনি কর্মীর মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম কানাইয়া লোহার (৫৮)। তিনি ইসিএলের জামবাদ খোলা মুখ খনিতে কর্মরত ছিলেন।
অন্ডালে কুয়ো থেকে খনি কর্মীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার


দুর্গাপুর, ১৬ জুলাই (হি.স.): অন্ডালের পড়াশকোল পদ্মাবতী মন্দির এলাকার একটি কুয়ো থেকে উদ্ধার হল এক খনি কর্মীর মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম কানাইয়া লোহার (৫৮)। তিনি ইসিএলের জামবাদ খোলা মুখ খনিতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি উত্তর প্রদেশের খুশিনগরে হলেও কর্মসূত্রে জামবাদেই থাকতেন।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুর পর্যন্ত কানাইয়াবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ হয়, তারপর থেকেই ফোন বন্ধ। রাতে তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। বুধবার সকালে স্থানীয় কুয়ো থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে জন্য হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande