পাটনা, ১৭ জুলাই (হি.স.): বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোজই প্রশ্ন উঠছে, এবার পাটনার শাহপুরে খুন হলেন বছর ২০-র এক যুবক। মৃতের নাম - শিবম ওরফে বান্টি। শাহপুর এলাকায়, ২০ বছর বয়সী শিবম ওরফে বান্টিকে গভীর রাতে তার বাড়ির বাইরে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্ত চলছে।
সিটি এসপি পশ্চিম ভানু প্রতাপ সিং বলেন, এই এলাকায়, শিবম ওরফে বান্টি নামে এক যুবককে তার বাড়ির কাছে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এসএইচও এবং আমরা সবাই ঘটনাস্থলে পৌঁছেছি। এসপি ভানু প্রতাপ সিং আরও বলেন, শিবম ওরফে বান্টি নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং আরও তদন্ত চলছে। সমস্ত প্রমাণ এবং তথ্য সংগ্রহের পরেই একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। যুবককে শেষ দেখা গিয়েছিল গত রাত ১১ টায়।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ