স্মার্ট মিটার বাতিল সহ পাঁচ দফা দাবিতে গণ্ডাছড়ায় বিদ্যুৎ নিগমের অফিসে ডেপুটেশন সিপিআইএম এর
গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৭ জুলাই (হি.স.) : গোটা রাজ্যের সাথে ধলাই জেলার গণ্ডাছড়ায়ও বিদ্যুতের স্মার্ট মিটার এবং আচমকা বিদ্যুতের বিল বাড়ানোর প্রতিবাদে আন্দোলন। বিদ্যুৎ নিগমের খেয়ালিপনার ফলে বিদ্যুৎ বিল নিয়ে দিশেহারা জনগণ। গণ্ডাছড়া মহকুমার সিপিআইএম দলের হু
সিপিআইএম এর বিক্ষোভ


গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৭ জুলাই (হি.স.) : গোটা রাজ্যের সাথে ধলাই জেলার গণ্ডাছড়ায়ও বিদ্যুতের স্মার্ট মিটার এবং আচমকা বিদ্যুতের বিল বাড়ানোর প্রতিবাদে আন্দোলন। বিদ্যুৎ নিগমের খেয়ালিপনার ফলে বিদ্যুৎ বিল নিয়ে দিশেহারা জনগণ। গণ্ডাছড়া মহকুমার সিপিআইএম দলের হুশিয়ারী অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ বিল বন্ধ না হলে এবং স্মার্ট মিটার বসানো বন্ধ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে পথে নামবেন বামপন্থীরা।

উল্লেখ্য, ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার লোকসংখ্যা প্রায় আশি হাজার। সিংহভাগ জনজাতি অংশের লোকজনদের বসবাস। গণ্ডাছড়া মহকুমা সদরের আশপাশের কয়েকটি এডিসি ভিলেজ বাদ দিলে সিংহভাগ এডিসি ভিলেজই হচ্ছে পাহাড় ঘেঁষা। এমনও পরিলক্ষিত হয় কোন কোন এডিসি ভিলেজে বিদ্যুতের তার ঝুলছে কিন্তু বিদ্যুতের আলো আজও জ্বলেনি। বহু গ্রামে বিদ্যুতের খুটি বাঁকা হয়ে রয়েছে অথচ সারাইর কোন উদ্যোগ নেই।

এই বিদ্যুৎ কষ্টের মাঝেই আবার স্মার্ট মিটার বসানোর কাজ চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ নিগমের কাণ্ডজ্ঞানহীন কাজকর্মের বিরুদ্ধে গণ্ডাছড়া মহকুমার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রে আন্দোলনে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। স্মার্ট মিটার এবং বর্ধিত বিদ্যুৎ মাশুলের বিরুদ্ধে বুধবার রাইমাভ্যালি ব্লক কংগ্রেসের উদ্যোগে মহকুমার বিদ্যুৎ অফিস ঘেরাও এবং ভাঙচুর করার পর বৃহস্পতিবার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের গণ্ডাছড়া মহকুমার সিপিআইএম বিভাগীয় কমিটির উদ্যোগে বিদ্যুৎ অফিসে ডেপুটেশন প্রদানের পর অবিলম্বে স্মার্ট মিটার এবং বিদ্যুতের বর্ধিত মাশুল বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেন সিপিআইএম দলের নেতৃত্বরা।

বৃহস্পতিবার সিপিআইএম মহকুমা বিভাগীয় কমিটির উদ্যোগে নেতৃত্ব, কর্মী এবং সমর্থকদের একটি মিছিল গণ্ডাছড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ অফিসে পৌঁছে। অফিসের সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর সিপিআইএম নেতৃত্ব সুশান্ত হাজারীর নেতৃত্বে সুমতিরঞ্জন চাকমা, নারী নেত্রী দশরানী ত্রিপুরা, বিভাগীয় সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা সহ পাঁচ জনের এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের সঙ্গে স্বাক্ষাৎ করে পাঁচ দফা দাবি বিশিষ্ট একটি স্মারকলিপি তুলে দেন।

স্মার্ট মিটার সহ বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করা, মহকুমার বিভিন্ন গ্রামেগঞ্জে অচল অবস্থায় থাকা বিদ্যুৎ পরিষেবা চালু করা সহ মোট পাঁচটি দাবি নিয়ে সিনিয়র ম্যানেজার -এর সঙ্গে আলোচনা করেন প্রতিনিধিরা। উল্লেখিত দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেন সিনিয়র ম্যানেজার। স্মারকপত্র প্রদান শেষে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা সংশ্লিষ্ট দলের নেতৃত্ব ললিতমোহন ত্রিপুরা জানান, সিনিয়র ম্যানেজারের নিকট পেশ করা দাবিগুলি অনতিবিলম্বে পূরণ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande