আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : সমাজের মানবসম্পদ নষ্ট হয় মাদকাসক্তির জন্য। কিছু অসাধু লোকের অবৈধ অর্থ উপার্জনের নেশায় ত্রিপুরাকে করিডোর করে এখনও ড্রাগস পাচারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার বামুটিয়া ব্লকের গান্ধীগ্রাম উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের উদ্যোগে আয়োজিত নেশামুক্ত ভারত অভিযান ও বাল্যবিবাহ প্রতিরোধে মেগা সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, মাদকাসক্তি এবং বাল্যবিবাহের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে সমাজের সকল অংশের মানুষেকে এগিয়ে আসতে হবে। এ ধরনের সামাজিক সমস্যা প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে কাজ করছে রাজ্য সরকার।
তিনি আরও বলেন, অবৈধ ড্রাগস পাচারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলার ফলে বর্তমানে রাজ্যে ড্রাগস বাজেয়াপ্ত করা এবং পাচারকারীদের গ্রেপ্তার করার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ড্রাগসের অপব্যবহার, বাল্যবিবাহ এবং এইডস প্রতিরোধে ছাত্রছাত্রী ও যুব সমাজকে এখন থেকেই সচেতন হতে হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অবৈধ ড্রাগস ও বাল্যবিবাহ প্রতিরোধের উপর শ্লোগান, বসে আঁকো প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ৬ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। তাছাড়া টি.বিএস.ই, এবং সি.বি.এস.ই বোর্ড পরীক্ষায় পশ্চিম জেলায় সেরা ফলাফল করা ৬ জনের হাতে পুরস্কার ও শংসাপত্র এবং জেলার ৪টি স্ব-সহায়ক দলের হাতে ১২ লক্ষ টাকার ঋণের চেক তুলে দেন অতিথিরা।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das