ভোটার তালিকার সংশোধনে পশ্চিমবঙ্গেও বাড়ি বাড়ি সমীক্ষা করার আবেদন শুভেন্দুর
কলকাতা, ১৬ জুলাই (হি.স.) : পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার সংশোধনের জন্য বিহারের মতো বাড়ি বাড়ি সমীক্ষা করার আবেদন করলেন শুভেন্দু অধিকারী। বুধবার তিনি বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করে বিধানসভা ভবন থেকে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের অফিসে গিয়ে একটা দাব
ভোটার তালিকার সংশোধনে পশ্চিমবঙ্গেও বাড়ি বাড়ি সমীক্ষা করার আবেদন শুভেন্দুর


কলকাতা, ১৬ জুলাই (হি.স.) : পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার সংশোধনের জন্য বিহারের মতো বাড়ি বাড়ি সমীক্ষা করার আবেদন করলেন শুভেন্দু অধিকারী।

বুধবার তিনি বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করে বিধানসভা ভবন থেকে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের অফিসে গিয়ে একটা দাবিপত্র দেন। তাতে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের জন্য সব রকম নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি।

শুভেন্দুবাবু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিহারে নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনের জন্য যে সমীক্ষা করা হয়েছে তাতে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গিয়েছে। ওই অনুপ্রবেশকারীরা মূলত বাংলাদেশ এবং নেপাল সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। অবিলম্বে নির্বাচন কমিশন এ ব্যাপারে সতর্ক হয়ে যথাযথ ব্যবস্থা নিক।

একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত সুরক্ষার গাফিলতির অভিযোগ তুলে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-কে দুষেছেন। এ দিন শুভেন্দু অধিকারী দাবি করেন, সীমান্তে কাঁটা তার লাগানোর জন্য রাজ্য বিএসএফ-কে ৫৪০ কিলোমিটার জায়গা দেয়নি। ২০১৬ সাল থেকে ভারত সরকার, স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফ সেই জমি পাওয়ার জন্য লাগাতার অনুরোধ করে এসেছে বলেও দাবি তাঁর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande