কলকাতা, ১৬ জুলাই (হি.স.): দেখতে দেখতে এসে গেল ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। এক বছরও নেই। এবার বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় ১১ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত। মঙ্গলবার এই আসরের টিকিট বিক্রির দিনক্ষণ ঘোষণা করেছে ফিফা। পর্যায়ক্রমে বিক্রয় করা হবে ফিফা বিশ্বকাপের টিকিট।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে র্যান্ডম নির্বাচন পর্বের জন্য প্রাথমিক আবেদন গ্রহণ করা শুরু হবে। এজন্য ফুটবলপ্রেমীদের ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে একটি আইডি তৈরি করতে হবে। টিকিট কাটার জন্য অফিসিফাল ওয়েবসাইটটি ব্যবহারের পরামর্শ দিয়েছে ফিফা। ওয়েবসাইটে বলা হয়েছে থার্ড পার্টির ওয়েবসাইট থেকে টিকিট কিনলে সেটা বৈধ নাও হতে পারে।
টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে হবে, চলবে ২০২৬ সালের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত। এছাড়াও প্রতিটি ধাপের ক্রয় পদ্ধতি, অর্থপ্রদানের পদ্ধতি এবং টিকিটের ধরনে ভিন্নতা থাকবে। আগামী মাসগুলিতে প্রতিটি ধাপের বিবরণ প্রকাশ করা হবে। যারা নিবন্ধন করবেন এবং ফিফা আইডি তৈরি করবেন তারা বিক্রয়ের তারিখ এবং ক্রয়ের পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। চলতি বছরের শেষে অর্থাৎ আগামী ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। ড্র এর সময় চুড়ান্ত ভেন্যু এবং ম্যাচের সময়সূচি নির্ধারণ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি