এআই-এর মাধ্যমে আগামীদিনে সরকারী প্রতিষ্ঠানের কাজ সহজ হবে : পরিসংখ্যানমন্ত্রী
আগরতলা, ১৬ জুলাই (হি.স.) : এআই-এর মাধ্যমে আগামীদিনে সরকারী প্রতিষ্ঠানের কাজ সহজ হবে। এআই-এর গুরুত্ব প্রত্যেক ক্ষেত্রেই বেড়ে চলেছে। বুধবার অর্থ ও পরিসংখ্যান দফতরের উদ্যোগে ''জেনারেটিভ এ আই ফর ইমপেক্টঃ স্মার্ট টুলস ফর স্মার্টার গভর্নেস'' শীর্ষক তিন
মন্ত্রী বিকাশ দেববর্মা


আগরতলা, ১৬ জুলাই (হি.স.) : এআই-এর মাধ্যমে আগামীদিনে সরকারী প্রতিষ্ঠানের কাজ সহজ হবে। এআই-এর গুরুত্ব প্রত্যেক ক্ষেত্রেই বেড়ে চলেছে। বুধবার অর্থ ও পরিসংখ্যান দফতরের উদ্যোগে 'জেনারেটিভ এ আই ফর ইমপেক্টঃ স্মার্ট টুলস ফর স্মার্টার গভর্নেস' শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে পরিসংখ্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগের ডিরেক্টর জেনারেল এন কে সন্তোষী বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও প্রযুক্তির দিক দিয়ে সফলতার সাথে এগিয়ে চলেছে। তিনি তাঁর বক্তব্যে এআই-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এআই-কে কাজে লাগিয়ে কীভাবে সর্বক্ষেত্রে কাজ সহজভাবে করা সম্ভব হবে সেই ব্যাপারে তিনি আলোচনা করেন। ।

এই কর্মশালায় অর্থ ও পরিসংখ্যান দফরের ৬০ জনেরও বেশি কর্মকর্তা সহ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ও কর্মসূচী বাস্তবায়ন মন্ত্রকের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে শংসাপত্র তুলে দেন অর্থ ও পরিসংখ্যান দফতর মন্ত্রী বিকাশ দেববর্মা।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande