পাথারকান্দি (অসম), ২ জুলাই (হি.স.) : আজ ২ জুলাই নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার দাবি দিবস। দাবি দিবসের দিন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি এবং আঞ্চলিক কমিটি রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক এবং চক্র আধিকারিকের মাধ্যমে বিভিন্ন দাবি-দাওয়ার ভিত্তিতে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেছে।
নির্ধারিত সূচি অনুযায়ী আজ পাথারকান্দির চক্র আধিকারিক বলিনবাবা বালারির মাধ্যমে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার অসম রাজ্য কমিটির পক্ষ থেকে ১৩ দফা দাবি সংবলিত এক স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে।
কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি যথাক্রমে (১) কেন্দ্রীয় ওবিসি তালিকায় অবিলম্বে বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা। (২) ভারত সরকারের আদমশুমারিতে ভুল করে বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠীকে ‘বিষ্ণুপুরিয়া’ লেখা হয়েছে, অতিসত্বর তা শুদ্ধ করে ‘বিষ্ণুপ্রিয়া মনিপুরি’ লিখে সংশোধন করা। (৩) বিভিন্ন মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিষ্ণুপ্রিয়া মণিপুরি শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ করা। (৪) ইউডিআইএসই প্লাস ১৮৯ নম্বর অনুচ্ছেদে মাতৃভাষা চয়নে ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরি’-র পরিবর্তে 'বিষ্ণুপুরিয়া মণিপুরি' লেখা রয়েছে যা ইচ্ছাকৃতভাবে সম্পূর্ণ ভুল। এই অনুচ্ছেদ সংশোধন করে ‘বিষ্ণুপ্রিয়া মনিপুরি’ লিখতে হবে। (৫) বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার পাঠ্যপুস্তক তৈরির অনুমোদন অসমের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য পরিষদকে দেওয়া ছাড়া আরও আটিটি।
আজকের স্মারকপত্র প্রদানে ছিলেন তরুণ সিনহা, হরিনারায়ণ সিনহা, শান্তিলাল সিনহা, প্রতাপ সিনহা, সুভাষ সিনহা, লক্ষ্মীন্দ্র সিনহা, বিশ্বজিৎ সিনহা, শ্যামাপদ সিনহা, সুমিত্রা সিনহা, মধু সিনহা, পার্থসারথী সিনহা, লালমোহন সিনহা, সুজিত সিনহা প্ৰমুখ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস