ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা ট্রাম্পের
ওয়াশিংটন, ৩০ জুলাই (হি. স.) : অবশেষে আশঙ্কাই সত্যি হল। ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভারত-আমেরিকা দুই দেশের মধ্যেই দফায় দফায় বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু রফাসূ
ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর


ওয়াশিংটন, ৩০ জুলাই (হি. স.) : অবশেষে আশঙ্কাই সত্যি হল। ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভারত-আমেরিকা দুই দেশের মধ্যেই দফায় দফায় বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু রফাসূত্র মেলেনি। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে আগামী ২৫ আগস্ট এদেশে আসছেন মার্কিন মুলুকের প্রতিনিধিরাও। কিন্তু তার আগেই বড় ঘোষণা করে বসলেন ট্রাম্প। বুধবার বিকেলেই শুল্কহার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। জানান, ভারত আমাদের বন্ধু দেশ। কিন্তু দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তাছাড়া ভারতের শুল্কহারও বেশি। ভারতের যুদ্ধাস্ত্রের বেশিরভাগই রাশিয়া থেকে কেনা হয়। রাশিয়ার সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চীন। ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশই বলেছে রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা। কিন্তু তা হয়নি। কাজেই ভারতই এবার ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। পাশাপাশি দিতে হবে পেনাল্টিও।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande