বন্যায় ডুবল লাহোর, ২৪ ঘণ্টায় পাঞ্জাব প্রদেশে মৃত ২২
লাভের, ৩০ আগস্ট (হি. স.) : ভয়াবহ বন্যার কবলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। সিন্ধু ও তার উপনদীর জলে ডুবেছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও বন্যায় বিধ্বস্ত পাকিস্তানের লাহোর। পরিস্থিতি এতটাই খারাপ যে শেষ ২৪ ঘণ্টায় এখানে মৃত্যু হয়েছে ২২ জনের। ভয়াবহ এই
বন্যায় ডুবল লাহোর, ২৪ ঘণ্টায় পাঞ্জাব প্রদেশে মৃত ২২


লাভের, ৩০ আগস্ট (হি. স.) : ভয়াবহ বন্যার কবলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। সিন্ধু ও তার উপনদীর জলে ডুবেছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও বন্যায় বিধ্বস্ত পাকিস্তানের লাহোর। পরিস্থিতি এতটাই খারাপ যে শেষ ২৪ ঘণ্টায় এখানে মৃত্যু হয়েছে ২২ জনের। ভয়াবহ এই বন্যার জন্য ভারতকে দায়ী করছে পাকিস্তানের একাংশ। দাবি করা হচ্ছে, সিন্ধুর জল ছাড়ার জেরে পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে।

পাকিস্তানের সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয় পাঞ্জাব প্রদেশকে। গত এক সপ্তাহে ভয়ংকর বন্যার কারণে এই প্রদেশের ১৭০০ গ্রাম জলের নিচে চলে গিয়েছে। রেহাই পায়নি শিখদের পবিত্র তীর্থক্ষেত্র কর্তারপুর। শনিবার সকাল ৭টায় ইরাবতী নদীতে বন্যার প্রবাহ ছিল ২ লক্ষ ২০ হাজার। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। তাঁর দাবি, প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি ভারত অতিরিক্ত জল ছাড়ার জেরে পূর্বাঞ্চলের তিন নদী শতদ্রু, ইরাবতী ও চন্দ্রভাগা ভয়াবহ আকার নিয়েছে।

যদিও সূত্রের খবর প্রতিবার জল ছাড়ার আগে পাকিস্তানকে আগাম বার্তা পাঠানো হয়েছে ভারতের তরফে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande