গুয়াহাটি, ৩০ জুলাই (হি.স.) : শ্রীভূমির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গত সোমবার (২৮ জুলাই) ২০ জন অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল অসম পুলিশ। আজ বুধবার ভোরে আরও সাত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে (পাঁচজন পুরুষ এবং দুই মহিলা) শ্রীভূমির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অসম পুলিশ তাদের স্বদেশে ফেরত পাঠিয়েছে।
আজ (বুধবার) রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যমে সংশ্লিষ্ট বাংলাদেশিদের ফটো সহ এ খবর নিশ্চিত করে জানান, ‘অনুপ্রবেশ রোধে অবিরাম প্রয়াসে অসমের জনসংখ্যা পরিবর্তনকামী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে সংকল্পবদ্ধ আমরা। আজও (বুধবার ভোরে) আসাম পুলিশ শ্রীভূমি জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে সাত অনুপ্রবেশকারীকে পাকড়াও করে তাদের দেশ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। অসমে স্বার্থ সুরক্ষায় আমাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলবে।’
সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘অনুপ্রবেশের চেষ্টা করো না, ধরা পড়বে এবং পুশব্যাক করা হবে।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস