নয়াদিল্লি,৩১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট ৬,৫২০ কোটি টাকা ব্যয় অনুমোদন করেছে, যার মধ্যে ১৫-তম অর্থ কমিশন চক্রের সময় চলমান কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্পদা যোজনা-র জন্য অতিরিক্ত ১,৯২০ কোটি টাকা ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার নতুন দিল্লিতে সংবাদমাধ্যমকে ব্রিফিংয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই অনুমোদনের মধ্যে রয়েছে কম্পোনেন্ট স্কিম-ইন্টিগ্রেটেড কোল্ড চেইন অ্যান্ড ভ্যালু অ্যাডিশন ইনফ্রাস্ট্রাকচার-এর অধীনে ৫০টি মাল্টি-প্রোডাক্ট ফুড ইরেডিয়েশন ইউনিট স্থাপনে সহায়তা করার জন্য ১০০০ কোটি টাকা। এর মধ্যে কম্পোনেন্ট স্কিম-ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ইনফ্রাস্ট্রাকচার-এর অধীনে এনএবিএল স্বীকৃতি-সহ ১০০টি ফুড টেস্টিং ল্যাব স্থাপনও অন্তর্ভুক্ত।
কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ পর্যন্ত চার বছরের জন্য ২০০০ কোটি টাকা ব্যয়ের কেন্দ্রীয় প্রকল্প জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন (এনসিডিসি)-কে অনুদান সহায়তা অনুমোদন করেছে। অনুদান সহায়তার ভিত্তিতে, এনসিডিসি চার বছরের মধ্যে খোলা বাজার থেকে ২০ হাজার কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হবে। এই তহবিল এনসিডিসি দ্বারা নতুন প্রকল্প স্থাপন বা প্ল্যান্ট সম্প্রসারণের জন্য সমবায়গুলিকে ঋণ প্রদান এবং কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা পূরণের জন্য ঋণ প্রদানের জন্য ব্যবহার করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা